আমাদের সাথে কেন কাজ করবেন
আমাদের সর্ম্পকে
আমরা কেন মামুরজোর & মামুরজোর এর ইতিহাস!
আমাদের দেশের একটা প্রচলিত কথা হচ্ছে "মামু ছাড়া চাকরী হয়না"। কিন্তু যাদের মামু নেই তাদের মামু হবে স্কিল। আর সেই স্কিল নামক মামু তৈরি করতে আমরা সবাইকে সহযোগিতা করতে চাই। আর সে জন্য প্রতিষ্ঠিত হয় মামুরজোর আইটি ইনস্টিটিউট । স্কিলফুল মানুষ তৈরির লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালের নভেম্বরে যাত্রা শুরু করে মামুরজোর। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আল্লাহ্র রহমত ও মানুষের ভালোবাসা নিয়ে "মামুরজোর" সামনের দিয়ে এগিয়ে চলেছে আপন গতিতে। আমরাই প্রথম বাংলাদেশের আইটি ট্রেনিং ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসি। যার মাধ্যমে মানুষ বুঝতে শেখে মানুষ কখনোই রিজিকের (আয়-ইনকাম) নিশ্চয়তা দিতে পারেনা। বরং তার কাজ হচ্ছে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া। আর স্কিলফুল মানুষকে কেউ ই দমিয়ে রাখতে পারেনা। এমনকি আল্লাহও তাকে সাহায্য করেন। তাই স্কিলফুল মানুষ হওয়ার পথে মানুষকে আমরাও আমাদের অবস্থান থেক সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেছি। আল্লাহ্ আমাদের ও আপনাদের চেষ্টা কবুল করবেন ইনশা আল্লাহ্।
যোগাযোগ
আমাদের বিশেষত্ব
আমাদের সাথে কেন কাজ করবেন
আমাদের দেশের একটা প্রচলিত কথা হচ্ছে "মামু ছাড়া চাকরী হয়না"। কিন্তু যাদের মামু নেই তাদের মামু হবে স্কিল। আর সেই স্কিল নামক মামু তৈরি করতে আমরা সবাইকে সহযোগিতা করতে চাই। আর সে জন্য প্রতিষ্ঠিত হয় মামুরজোর আইটি ইনস্টিটিউট ।

প্রতিনিয়ত তদারকি
আমরা প্রতিদিনের কাজের আপডেট প্রতিদিন নিয়ে থাকি যাতে করে আপনার প্রগ্রেস অনুযায়ী আমরা আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারি।

লজিস্টিক সাপোর্ট
কাজ এবং শেখার পাশাপাশি আপনাকে সব ধরনের টুলস, সফটওয়ার, প্যাকেজ, এবং লজিস্টিক সাপোর্ট দেয়া হয় যাতেকরে আপনার শেখা এবং কাজ করতে কোন সমস্যা না হয়।

সুন্দর কাজের পরিবেশ
আমাদের ডেভেলপমেন্ট ল্যাব এবং ট্রেইনিং ল্যাব সাজানো হয়েছে সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে। এখানে আপনি নিরিবিলি পরিবেশে সাচ্ছন্দে কাজের পরিবেশ পাবেন।
টিম
আমাদের দক্ষ টিম
আপনার যে কোন সফটওয়ার ডেভেলপ করার জন্য আমাদের দক্ষ টিম রয়েছে যারা নিরলস কাজ করে যাচ্ছে বিভন্ন প্রজেক্ট এবং প্রোডাক্ট তৈরির জন্য।